IACS Recruitment: চাকরীর বিজ্ঞপ্তি প্রকাশ, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ

IACS Recruitment

IACS Recruitment: চাকরির অভাব এবং বর্তমানের দুর্মূল্যের বাজারে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ সামলানো দায় হয়ে পড়েছে। বিশেষত উচ্চশিক্ষা থাকা সত্ত্বেও চাকরির অভাবে দুবেলা দুমুঠো খাবারেরও চিন্তা করতে হচ্ছে। তবুও মাঝে মাঝে কিছু চাকরির বিজ্ঞপ্তি আশার আলো বাঁচিয়ে রাখছে। এবার এরকমই একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেলো যাদবপুর IACS-এর পক্ষ থেকে।

জানা যাচ্ছে যাদবপুরের ইন্ডিয়ান এসোসিয়েশন ফর দ্যা কল্টিভেসন অফ সায়েন্স সংস্থায় গবেষণার কাজের জন্য একজন কর্মী নিয়োগ (IACS Recruitment) করা হবে। সম্প্রতি এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থাটির তরফে। এছাড়াও জানা যাচ্ছে সংস্থাটি সরকারি হওয়ায় এর জন্য নেওয়া হবেনা কোনো আবেদন মূল্য। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন পদ্ধতি। চলুন বিশদে জেনে নিই!

উপরোক্ত সংস্থাটির স্কুল অফ কেমিক্যাল সায়েন্সে গবেষণা প্রকল্পের কাজ শেষ করার জন্য কর্মী নিয়োগ (IACS Recruitment) হবে। তবে প্রকল্পের নাম বা আবেদনকারীর বয়সসীমা সম্পর্কে বিশেষ কোনো তথ্য দেওয়া হয়নি সংস্থার দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে। তবে জানা গেছে এই প্রকল্পের জন্য রিসার্চ অ্যাসোসিয়েট-১ পদে কর্মী নিয়োগ হবে। যেখানে শূন্যপদের সংখ্যা মাত্র ১টি। জানা যাচ্ছে এই পদের জন্য নির্বাচিত প্রার্থীর কাজের মেয়াদ প্রাথমিক ভাবে ৬মাস রাখা হয়েছে। এরপর কর্মদক্ষতা বিচার করে মেয়াদ বাড়িয়ে এক বছরও করা হতে পারে। বেতন ঠিক করা হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম মেনেই।

আরো পড়ুন: চাকরি প্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিকে নিয়োগের নতুন তালিকা প্রকাশ করল এসএসসি

যোগ্যতার মানদণ্ড স্থির রেখে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই অরগ্যানিক কেমিস্ট্রিতে পিএইচডি করা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের অভিজ্ঞতা থাকতে হবে। পিয়ার রিভিউ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের বাছাইয়ের পর অনলাইনের ইন্টার্ভিউ পদ্ধতিতে যোগ্যতা এবং অন্যান্য তথ্য যাচাই করে যোগ্য কর্মী নিয়োগ (IACS Recruitment) করা হবে।

এক্ষেত্রে আগ্রহীদের বয়সের প্রমাণপত্র এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য নথি সহ মেল আইডিতে মেল পাঠিয়ে আবেদন করতে হবে। ইতিমধ্যেই এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যা চলবে আগামী ২৪শে নভেম্বর পর্যন্ত। এরপর ২৬শে নভেম্বর আয়োজন করা হবে অনলাইন ইন্টার্ভিউ প্রক্রিয়ার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version