Site icon লোকাল সংবাদ

Post Office Scholarship: পড়ুয়াদের জন্য বিশাল খবর, পোস্ট অফিস দিচ্ছে মোটা টাকা স্কলারশিপ

Post Office Scholarship

Representative

Post Office Scholarship: আমাদের দেশ ভারতবর্ষ। বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। দেশে সব ধরনের মানুষ থাকলেও মূলত গরীব সম্প্রদায়ের মানুষই বেশি রয়েছেন। তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক পড়ুয়াদের শিক্ষা গ্রহণের ইচ্ছে থাকলেও সমস্যা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক পরিকাঠামো। আর এই জন্যই ভারত সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক বৃত্তির ব্যবস্থাও রয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষই হয়তো জানেন না যে ভারতীয় পোস্ট অফিসগুলোতে (Post Office Scholarship) রয়েছে বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বিশেষ বৃত্তির সুযোগ।

বৃত্তি প্রদানকারী সংস্থা

ভারতীয় ডাক পরিষেবা (Post Office Scholarship)

বৃত্তি প্রদায়ক প্রকল্পের নাম

ভারতীয় পোস্টের দীনদয়াল স্পর্শ যোজনা।

অর্থ সাহায্যের পরিমাণ

এই স্কিমের মাধ্যমে যোগ্য স্কুল পড়ুয়ারা প্রতি বছর ৬০০০ টাকার অর্থ সাহায্য পাবে।

আবেদনের যোগ্যতা

  1. ভারতীয় পোস্ট অফিসের স্কলারশিপ (Post Office Scholarship) প্রোগ্রামে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পড়ুয়ারা আবেদন করতে পারবে।
  2. বিদ্যালয়গুলোর Philately Club-এর সদস্য হতে হবে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের। যদি স্কুলে এই সুযোগ না থাকে তবে আবেদনকারীর একটি Philatelic Deposit account থাকতে হবে।
  3. আবেদনের জন্য শেষ পরীক্ষায় আবেদনকারীকে গড়ে নূন্যতম ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। ST ও SC ছাত্র-ছাত্রীদের জন্য ৫% নম্বরের ছাড় দেওয়া হবে।

আরো পড়ুন: এই জিনিস থাকলেই বাতিল হবে রেশন কার্ড, জারি নতুন সরকারি নিয়ম

এই স্কলারশিপের আওতায় পোস্ট অফিস (Post Office Scholarship) থেকে যোগ্য পড়ুয়াদের মাসিক ৫০০ টাকার অর্থ সাহায্য দেওয়া হয়ে থাকে। এই হিসেবে এক বছরে ওই পড়ুয়া পাবে ৬০০০ টাকার বৃত্তি। তবে এই বৃত্তি পেতে আবেদনকারীকে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে। কয়েকটি পর্যায়ে পরীক্ষার পর মেধার ভিত্তিতে যোগ্য ছাত্র-ছাত্রীদের অর্থ সাহায্য দেবে পোস্ট অফিস। এর জন্য প্রথম পর্যায়ের পরীক্ষায় পোস্টাল স্ট্যাম্পের উপর প্রশ্ন থাকবে। এরপর দ্বিতীয় পর্যায়ে স্ট্যাম্প সংগ্রহ করার একটি প্রজেক্ট দেওয়া হবে আবেদনকারীদের। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং খেলাধুলো সংক্রান্ত বিষয় থেকেও করা হবে প্রশ্ন।

এই প্রকল্পের মাধ্যমে মূলত মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে অর্থ সাহায্য তুলে দিতে পরীক্ষার ব্যবস্থা করা হয়। এই পরীক্ষার প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করেই তৈরি করা হবে মেধা তালিকা এবং সেই তালিকা অনুযায়ী নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ৬০০০ টাকার বার্ষিক বৃত্তি দেবে ভারতীয় পোস্ট অফিস। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীদের নিকটবর্তী পোস্ট অফিস থেকে ফর্ম সংগ্রহ করে তা সঠিক ভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিসহ জমা দিতে হবে পোস্ট অফিসেই।

Exit mobile version