Site icon লোকাল সংবাদ

Remedies for Pimples: পুজোর আগেই করুন উপায়গুলি, পান ব্রণ থেকে চটজলদি মুক্তি

Remedies for Pimples

Representative

ব্রণ ত্বকের একটি সাধারণ সমস্যার বিষয়। মূলত বয়সন্ধিকালে কিশোর-কিশোরীরা ব্রণের সমস্যায় বেশি ভুগে থাকে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় বয়সন্ধি পার হয়ে যাওয়ার পরেও মুখে ব্রণের সমস্যা থেকে যায়। সেক্ষেত্রে মুখে অবাঞ্ছিত ব্রণ দূর করার প্রতিকারের জন্য চেষ্টা করা আবশ্যক। বেশিদিন ধরে ত্বকের উপর ব্রণ থাকলে তা যেমন ত্বকের সাধারণ সৌন্দর্যকে ব্যাঘাত ঘটায়, তেমনি অনেক ক্ষেত্রে মুখে দাগের সৃষ্টি করে। যা মানুষকে আত্মবিশ্বাসের অভাবেও ভোগায়। তাই বহু মানুষের মধ্যে একটা প্রশ্নই ঘোরাফেরা করে, আর তা হল – মুখে ব্রণ হলে কি মাখা উচিত (Remedies for Pimples)!

যাদের তৈলাক্ত ত্বক তারাই ব্রণের সমস্যায় বেশি ভোগেন। তবে ত্বক তৈলাক্ত না এমন লোকজন যে ব্রণের সমস্যা দেখা যায় না, তা নয়। মুখে ব্রণের সমস্যা নিয়ে জেরবার (Remedies for Pimples) এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। ব্রণ দূর করার জন্য মানুষের কসরতের শেষ নেই। নানা রকম দামি কসমেটিক থেকে শুরু করে ঘরোয়া টোটকা, কোনটাই বাদ যায় না। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কাজের কাজ কিছুই হচ্ছে না।

তাই আমাদের এই ব্লগে, দীর্ঘদিনের হোক বা স্বল্প দিনের ব্রণ, দূর করার উপায় হিসেবে জন্য রইল কিছু অসাধারণ টিপস, যা আপনার যথেষ্ট উপকারের আসতে পারে।

প্রথম জিজ্ঞাস্য বিষয়টি হলো – মুখে ব্রণ হলে কি মাখা উচিত?

মুখে ছোট ছোট ফুসকুড়ি বা ব্রণ হলে প্রথমেই চিন্তা আসে যে কি মাখলে থেকে ঝটপট ছুটকারা পাওয়া যাবে। তাই রইল কিছু উপায়।

ব্রণ দূর করার উপায় আরো কি কি আছে জেনে নেওয়া যাক:

মুখে ছোট ছোট দানা দূর করার উপায় জানতে হলে আগে খাদ্যাভ্যাসের উপর নজর দেওয়া বিশেষভাবে জরুরি। যারা দীর্ঘকালীন সময় ধরে ব্রণের সমস্যায় ভুগছেন তাদের খাওয়া-দাওয়ার উপর নজর দিতে হবে। ফাস্টফুড খাওয়া বা অতিরিক্ত মসলা জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়াও এমন খাবার খেতে হবে যা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। প্রতিদিনের মতো পেট পরিষ্কার না হলে বা গ্যাসের সমস্যা থাকলে মুখে ব্রণও দেখা যেতে পারে।

সর্বোপরি ব্রণের সমস্যা খুব বাড়াবাড়ি আকার ধারণ করলে অবশ্যই একজন ডাক্তার বা স্কিন স্পেশালিস্ট বা কোন বিউটিশিয়ানের সঙ্গে কনসাল্ট করা প্রয়োজন।

মুখে ব্রণ থাকলে যে সমস্ত কাজ করা যাবে না সেগুলি হল-

মুখে ছোট ছোট দানা দূর করার কিছু ঘরোয়া উপায়

আশা করছি মুখে ব্রণ হলে কি মাখা উচিত বা ব্রণ দূর করার উপায় (Remedies for Pimples) এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই প্রতিবেদন থেকে আপনারা পেয়ে যাবেন। আমাদের এই প্রতিবেদনে যে সমস্ত টিপস শেয়ার করা হয়েছে তা বেশিরভাগই ঘরোয়া পদ্ধতিতে করা যায় এমন উপায়। যার ফলে আপনাদের খুব বেশি টাকা-পয়সা খরচ হবে না। তাছাড়া এই ঘরোয়া পদ্ধতিগুলি ধৈর্য ধরে ব্যবহার করলে আশানুর ফল নিশ্চিতরূপে পাওয়া সম্ভব।

Exit mobile version