Site icon লোকাল সংবাদ

RVNL Recruitment: রেল বিকাশ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

RVNL Recruitment

Representative

RVNL Recruitment: ভারত সরকারের কেন্দ্রীয় রেল দপ্তরের অধীনস্থ রেল বিকাশ নিগম লিমিটেড সংস্থায় কাজের সুযোগ। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। চাকরির মন্দার বাজারে চাকরি প্রার্থীদের জন্য কার্যত সুখবর নিয়ে এসেছে এই কেন্দ্রীয় রেল সংস্থা। আবেদন পদ্ধতি, কর্মস্থান সহ সমস্ত গুরুত্বপুর্ণ তথ্য ভাগ করে নেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। তাহলে চলুন জেনে নিই বিশদে।

জানা যাচ্ছে ভারতীয় রেলের এই সংস্থাটি (RVNL Recruitment) নিজেদের প্রজেক্ট ম্যানেজার পদে কর্মিনিয়োগের কথা বিজ্ঞপ্তিতে জানিয়েছে। শূন্যপদের সংখ্যা একটি। বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে নিযুক্ত প্রার্থীর পোস্টিং হবে পশ্চিমবঙ্গেই। তাই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। রেলের মতো এত বড় সরকারি সংস্থায় কাজের সুযোগ পেতে জেনে নিন কি করতে হবে।

রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL Recruitment) সংস্থার প্রজেক্ট ম্যানেজার পদে নিযুক্ত কর্মীর বয়সসীমা হতে হবে ৬০ বছরের কম। এছাড়া বেতনের বিষয়ে বলা হয়েছে নিযুক্ত ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার নিরিখে বেতন আলোচনা সাপেক্ষ। আরও জানা যাচ্ছে প্রাথমিক ভাবে এক বছরের মেয়াদে নিয়োগ করা হলেও তাঁর কাজের উপর নির্ভর করে পরে মেয়াদ বাড়ানো হতে পারে।

আরো পড়ুন: অষ্টম শ্রেণী পাশে রাজ্যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, জেনে নিন বিশদে

সংস্থার প্রজেক্ট ম্যানেজার পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করা থাকতে হবে। এর পাশাপাশি টানেল তৈরির কাজে নূন্যতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। জানা যাচ্ছে নির্বাচিত প্রার্থীকে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL Recruitment) সংস্থার রাম্মাম হাইড্রো পাওয়ার প্রজেক্টের কাজে নিয়োগ করা হবে। অর্থাৎ নিয়োগ হবে পশ্চিমবঙ্গেই।

বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবেনা। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীকে। এই মর্মে আগামী ১৯শে নভেম্বর সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টার্ভিউ প্রক্রিয়া। বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্র এবং নথি নিয়ে সরাসরি বিজ্ঞপ্তিতে জানানো স্থানে পৌঁছে যেতে হবে ইন্টারভিউয়ের জন্য। আরও বিশদ তথ্য জানতে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি পড়তে হবে।

Exit mobile version