IIT Bombay Placement: প্রথম বারেই বেতন প্রায় আড়াই কোটি, বিশদ জানলে চোখ কপালে উঠবে

IIT Bombay Placement

IIT Bombay Placement: চলতি শিক্ষাবর্ষে অবাক করা রেকর্ড নিয়ে শুরু হলো আইআইটি বম্বে ক্যাম্পাসের নিয়োগ প্রক্রিয়া। প্লেসমেন্ট সিজন শুরু হতে না হতেই প্রথম দিনেই হাজির ছিল ৪৫টির-ও বেশি বড় বড় সংস্থা তাদের মোটা বেতনের চাকরি নিয়ে। প্রথম দিনের শেষে এইসব বড় বড় সংস্থা কৃতি পড়ুয়াদের যেসব বেতনের চাকরির প্রস্তাব দিয়েছে শুনলে সকলেরই মাথায় হাত পড়বে।

এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এবারের আইআইটি বম্বের (IIT Bombay Placement) ক্যামপাসিং সিজনের প্রথম দিনেই দ্যা ভিঞ্চি ডেরিভেটিভসের মতো সংস্থা তাদের অ্যামস্টারড্যাম অফিসে মনোনীত চাকরিপ্রার্থীদের জন্য ২ কোটি ২০ লক্ষ টাকার প্যাকেজের প্রস্তাব দিয়েছে। এছাড়াও এদিন উপস্থিত ছিল ফ্লিপকার্ট, অ্যাপল, গুগুলের মতো সংস্থাগুলিও। ফলে বোঝাই যাচ্ছে মেধার সন্ধানে কোটি কোটি টাকার প্রস্তাব নিয়ে এসেছিল এইসব সংস্থাগুলি।

প্রথম দিন সারাদিন দফায় দফায় ইন্টারভিউ নেওয়া হয় পড়ুয়াদের। এরপর সেরার সেরা পড়ুয়াকে নিজেদের সংস্থায় নিযুক্ত করার জন্য রীতিমতো রেষারেষি পড়েছিল সংস্থাগুলির মধ্যে। আর সেই জন্যই কাজে যোগ দেওয়ার আগেই মেধাবী চাকরিপ্রার্থীদের মোটা অংকের বেতনের চাকরির প্রস্তাব দেওয়া হয়। সূত্রের খবর আইআইটি বম্বে (IIT Bombay Placement) থেকে কমপক্ষে তিনজন পড়ুয়াকে প্রস্তাব প্রদান করেছে দ্যা ভিঞ্চি সংস্থাটি। তবে শেষ পর্যন্ত কতজন পড়ুয়া সেখানে চাকরি করার জন্য যোগ্য প্রমাণ হয়েছেন সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

আরো পড়ুন: একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে CDAC

এখানেই শেষ নয় জানা যাচ্ছে, দ্যা ভিঞ্চির মুম্বাইয়ের অফিসেও নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে কয়েক জন পড়ুয়াকে। তবে কোনো ক্ষেত্রেই চাকরি প্রাপকের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি। শোনা যাচ্ছে জেন স্ট্রিটের তরফেও কিছু আইআইটি পড়ুয়াকে প্লেসমেন্ট অফার করা হয়েছে (IIT Bombay Placement)। এক্ষেত্রে পড়ুয়াদের বার্ষিক ৩ কোটি ৭০ লক্ষ টাকার পাকেজ দেওয়ার কথা বলা হয়েছে।

অন্যান্য চাকরিদাতা সংস্থাগুলির মধ্যে নজর কেড়েছে IMC ট্রেডিং সংস্থাটিও। মুম্বই অফিসে কাজের জন্য তারা প্রস্তাব দিচ্ছে এক কোটি টাকার প্যাকেজের। জানা যাচ্ছে প্রাথমিক ভাবে ১০ জন আইআইটি বম্বে (IIT Bombay Placement) পড়ুয়াকে বেছে রেখেছে এই সংস্থা। এছাড়াও একাধিক ট্রেডিং সংস্থা গোটা ভারতের বিভিন্ন শহরে চাকরির প্রস্তাব দিয়েছে পড়ুয়াদের। এক্ষেত্রে বার্ষিক ৯০ লক্ষ টাকার পাকেজ অফার করা হয়েছে যোগ্য পড়ুয়াদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version