Site icon লোকাল সংবাদ

Snakes in Dream Meaning: ঘুমের মধ্যে স্বপ্নে সাপের দৃশ্য দেখছেন, জানেন এটা কিসের ইঙ্গিত

Snakes in Dream Meaning

Representative

Snakes in Dream Meaning: ঘুমের মধ্যে আজগুবি স্বপ্ন দেখলেও ঘুম থেকে উঠে অধিকাংশ মানুষের সেসব কথা মনে থাকেনা। এবার অনেক ক্ষেত্রেই থেকে যায় ঝাপসা স্মৃতি। তবে আমাদের কাছে আজগুবি মনে হলেও স্বপ্ন শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি স্বপ্নের পিছনেই থাকে কিছু অর্থ। আমাদের অবচেতন মনে যেসব আসে সেগুলোই ইঙ্গিত দেয় ভবিষ্যতের ঘটতে চলা কিছু শুভ অথবা অশুভ ঘটনার! যা দেয় একটি আগাম সংকেত আমরা হয়তো বুঝতে অক্ষম কিন্তু স্বপ্ন শাস্ত্রে এর বিশদ বর্ণনা রয়েছে।

ঠিক তেমনই ঘুমের মধ্যে স্বপ্নে প্রায়শই সাপ দেখে (Snakes in Dream Meaning) থাকেন অনেকে। সকালে ঘুম থেকে উঠে আবছা স্মৃতির মধ্যে মনে পড়লে অনেকেরই গা শিউরে ওঠে। তবে জানেন ঘুমের ঘোরে সাপের স্বপ্ন দেখাও হতে পারে শুভ লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে এটি বড় কোনো বিপদের লক্ষণ হিসেবেও ইঙ্গিত দিতে পারে।

জ্যোতিষ শাস্ত্রের আরেকটি উল্লেখযোগ্য শাখা হলো এই স্বপ্ন শাস্ত্র। যেখানে প্রতিটি স্বপ্নের অর্থ বিশ্লেষণ করা হয়। তেমনই স্বপ্নে সাপ (Snakes in Dream Meaning) দেখলে তার কি কি লক্ষন বা কেমন সাপ দেখলে কি হতে পারে তা আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।

১. স্বপ্ন শাস্ত্র মতে সাপের স্বপ্ন (Snakes in Dream Meaning) সাধারণত শুভ বলে গণ্য করা হয়। বলা হয় এটি আগামী দিনে আসতে চলা সুখ, সমৃদ্ধি ও প্রচুর অর্থ লাভের চিহ্ন বোঝায়।

২. স্বপ্নে যদি দেখা হয় যে বিছানার উপর সাপ ঘুরে বেড়াচ্ছে তাহলে তা যৌনতার চিহ্ন হয়ে নিয়ে আসে। ফ্রয়েডের মতে যদি কোনো স্বপ্নের মধ্যে সাপ আসে তবে বুঝতে হবে জীবনে মহিলা বা পুরুষ সঙ্গীর আগমন হতে চলেছে।

আরো পড়ুন: সাতটি ঘোড়ার দৌড়ানোর ছবি দেয়ালে লাগানোর পিছনে লুকিয়ে থাকা বাস্তু রীতি

৩. তবে স্বপ্নে যদি কেউ দেখেন সাপ ছোবল মারছে তবে সেটা অবশ্যই খুব অশুভ লক্ষণ হিসেবে দেখা যেতে পারে। জীবনে খারাপ কিছু ঘটে যাওয়ার লক্ষণ এই স্বপ্ন।

৪. স্বপ্নে যদি দেখা যায় সাপ পায়ের (Snakes in Dream Meaning) উপরে উঠছে তবে এটি ভবিষ্যতে প্রচুর ধন সম্পদ লাভের চিহ্ন হতে পারে।

৫. এছাড়া স্বপ্নে সাদা রঙের সাপ দেখাও খুব শুভ বলে ধরা হয়। এতে ধন লাভ হয়।

৬. কালো রংয়ের সাপ যদি স্বপ্নে আসে (Snakes in Dream Meaning) তবে বুঝতে হবে চূড়ান্ত খ্যাতি অর্জন হতে চলেছে এবং স্বপ্ন পূরণ হতে চলেছে।

Exit mobile version