Site icon লোকাল সংবাদ

AIIMS Kalyani Recruitment: এমস কল্যাণীতে একাধিক বিভাগে কর্মী নিয়োগ জানুন বিশদে

AIIMS Kalyani Recruitment

Representative

AIIMS Kalyani Recruitment: রাজ্যের চাকরির বাজারে যা মন্দা চলছে তাতে শিক্ষিত বেকার সমাজের ভবিষ্যতের মুখে একটা বড় প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে! রাজ্যের বিভিন্ন সংস্থায় হয় নিয়োগ পরীক্ষা হয়না অনেক ক্ষেত্রে পরীক্ষা হলেও তাতে কারচুপি এবং দুর্নীতির অভিযোগে তার নিয়োগ প্রক্রিয়া থেমে যায় মাঝ পথেই। এরই মাঝে কল্যানী এমসের তরফে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার ফলে হাসি ফুটেছে চাকরি প্রার্থীদের মুখে।

কল্যাণীর এমস অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কল্যাণী (AIIMS Kalyani Recruitment) জানিয়েছে তাদের সংস্থায় একাধিক শূন্য পদে চাকরির সুযোগ রয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। সেই বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটির বেশ কিছু বিভাগের একাধিক শূন্য পদে মেয়াদ ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। আর এর জন্য ইতিমধ্যেই আবেদন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে। তাই আগ্রহী প্রার্থীরা যেনো অনলাইনে তাদের আবেদন পত্র জমা দেয় এমনটাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটিতে সিনিয়র রেসিডেন্ট পদে একাধিক বিভাগে নিয়োগ হবে। তবে পদগুলির প্রত্যেকটি নন একাডেমিক। বিজ্ঞপ্তি অনুসারে মোট শূন্যপদের সংখ্যা ৭৬টি। জানা যাচ্ছে বায়োকেমিস্ট্রি, রিউমাটোলজি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি, নেফ্রোলজি, ডার্মাটোলজি, নিউরোসার্জারি, অ্যানাস্থেশিয়া, ট্রান্সফিউশান মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, গ্যাস্ট্রোএন্টেরোলজি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, মেডিক্যাল অনকোলজি/ হেমাটোলজি, অবস্টেট্রিক্স অ্যান্ড গায়নোকলজি, ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন, কার্ডিয়োথোরাসিক অ্যান্ড ভ্যাস্কুলার সার্জারি, মাইক্রোবায়োলজি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, রেডিয়োথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, কার্ডিয়োলজি, ইএনটি, রেডিয়োলজি, পালমোনারি মেডিসিন, জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিক সার্জারি, ইউরোলজি, জেনারেল সার্জারি, এন্ডোক্রিনোলজি, নিউরোলজি, নিউক্লিয়ার মেডিসিন, অর্থোপেডিক্স ইত্যাদি বিভাগে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ হবে।

আরো পড়ুন:  নিউটাউনে তৈরি হতে চলেছে স্মার্ট মিটার কারখানা, সুযোগ ১১ হাজার কর্মসংস্থানের

জানা যাচ্ছে কল্যানী এমস (AIIMS Kalyani Recruitment) উপরোক্ত পদগুলিতে চুক্তির ভিত্তিতে সর্বাধিক তিন বছরের মেয়াদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৪৫ বছর। যদিও জাতি সংরক্ষিত আবেদনকারীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে যোগ্য বিচার হওয়া নিযুক্ত প্রার্থীদের বেতন ১৫,৬০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৩৯,১০০ টাকা পর্যন্ত হতে পারে। সাথে গ্রস পে বাবদ পাওয়া যাবে ৬,৬০০ টাকা। তবে আলাদা আলাদা পদের যোগ্যতার মানদণ্ড আলাদা আলাদা থাকায় বিশদ জানতে এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নজর রাখতে হবে।

আবেদনের ক্ষেত্রে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিংকে গিয়ে সমস্ত নথির তথ্য দিয়ে অনলাইন আবেদন পত্রটি পূরন করতে হবে। এরপর আবেদনের মূল্য হিসেবে সংরক্ষিত শ্রেণীদের তালিকার বাইরে রাখলেও সাধারণের জন্য ১০০০ টাকা ধার্য্য করা হয়েছে। আগামী নভেম্বর মাসের ১১ তারিখ আবেদনের শেষ তারিখ ঘোষণা করা হয়েছে। এরপর অনলাইন এবং অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। আগামী ২১শে এবং ২২শে নভেম্বর এই দুদিন সকাল ৯:৩০ থেকে শুরু হবে ইন্টার্ভিউ পর্ব। জানা যাচ্ছে ইন্টার্ভিউ পর্বটি অনুষ্ঠিত হবে কল্যানী এমসেই (AIIMS Kalyani Recruitment)।

Exit mobile version