Site icon লোকাল সংবাদ

Taki Rajbari: শীতে ছুটি কাটানোর ফাটাফাটি গন্তব্য টাকি রাজবাড়ি, যাবেন নাকি একবার

Taki Rajbari

Representative

Taki Rajbari: বাংলায় বেশ জমিয়ে শীত পড়তে শুরু করেছে। বড়দিনের ছুটিও আসন্ন আর তারপরেই আসছে নতুন বছর। সঙ্গে বাচ্চাদের পড়াশুনোর চাপও বেশ কিছুটা কম। সব মিলিয়ে বাংলা ও বাঙালির মনে এখন ছুটির মেজাজ। চলতি শীতে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা হয়ে উঠেছে টাকি রাজবাড়ি (Taki Rajbari)। উওর চব্বিশ পরগনার এই প্রাচীন রাজবাড়ির এই ঐতিহ্যপূর্ণ পরিবেশ খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। বড়দিন থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হচ্ছে রাজবাড়ির পর্যটন উৎসব।

জেলার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে টাকি রাজবাড়ি (Taki Rajbari)। কয়েক বছর আগেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাড়িটিকে হেরিটেজ স্থাপত্য হিসেবে সম্মান দেওয়া হয়েছে। গত বছর শীতের সময় থেকেই পর্যটকদের মধ্যে এই স্থানের জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। সারা বছর পর্যটকদের ভিড় না থাকলেও রাজ পরিবারের উত্তরসূরিরা এর পর্যটনের মান বৃদ্ধিতে বেশ কিছু কর্ম পদক্ষেপ গ্রহণ করেছেন।

পর্যটকদের কাছে এই হেরিটেজ স্থাপত্যটিকে আরও আকর্ষণীয় করে তুলতে গ্রাম বাংলার ঘরে ঘরে তৈরি শিল্পকলা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মহল। এর মধ্যে রয়েছে বাঁশের ঝুড়ি, ধামা, কুলো, গামছা আরও কত কি। এবার অল্প খরচে টাকির রাজবাড়িতে (Taki Rajbari) খাওয়া-দাওয়ার সুযোগ থাকবে পর্যটকদের কাছে। রেস্টুরেন্টের মতো আধুনিক খাবারের পাশাপাশি থাকবে বাঙালিয়ানায় ভরা পিঠে-পুলির আয়োজনও। এছাড়া এই রাজবাড়ির পাশ দিয়েই বয়ে গিয়েছে গঙ্গার উপনদী ইছামতি। তাই পর্যটকদের জন্য থাকবে নৌকাবিহারের সুযোগও।

আরো পড়ুন: শীতের ছুটিতে নিরিবিলি ঘুরতে চাইছেন, ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি থেকে

টাকির এই রাজবাড়ির ভ্রমণে (Taki Rajbari) এসে এর শিল্পকলা পর্যটকদের কাছে মূল আকর্ষণের বিষয় হয়ে উঠছে। সঙ্গে এবার থেকে দেওয়া হচ্ছে পর্যটকদের থাকা-খাওয়ার সুবিধাও। শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে ৭২ কিলোমিটারের রেল যাত্রার পর টাকি স্টেশন থেকে কিছু মিনিটের দূরত্বেই অবস্থান করছে এই টাকি রাজবাড়ি। মুঘল আমলে নির্মিত এই রাজবাড়ি এখন পর্যটকদের পছন্দের তালিকায় উঠে এসেছে।

এক উত্তরসূরি জানান প্রতিবছর শীতের সময় পর্যটকের আনাগোনা হয় টাকির রাজবাড়িতে (Taki Rajbari)। অন্য সময় যদিও অতটা ভিড় থাকেনা। তবে চলতি বছরে পর্যটকদের জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে। এবার পর্যটকরা বেড়াতে এলে তাদের জন্য থাকা-খাওয়া সব কিছুরই ব্যবস্থা থাকছে। আগামী ২৫শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শুরু করা হচ্ছে এই পর্যটন উৎসবের। এরপর সাড়া বছরই টাকির রাজবাড়ি ভ্রমণ (Taki Rajbari Tour) পর্যটকদের কাছে সহজলভ্য করে দেওয়া হবে।

Exit mobile version