Site icon লোকাল সংবাদ

Dollar vs Rupee: ভারতীয় মুদ্রার দাম আবারো কমে গেলো, ডলারের নিরিখে কত হলো এর দাম

Dollar vs Rupee

Representative

Dollar vs Rupee: অবিশ্বাস্যভাবে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম কমেছে। সংবাদমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে, গত শুক্রবার অর্থাৎ ১১ অক্টোবর এক ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা হয়েছে ৮৩.৯৯ টাকা। কিছুদিন আগেও ভারতীয় মুদ্রার এভাবে মূল্যহ্রাস হয়নি। আর্থিক বিশেষজ্ঞরা এই পরিস্থিতির কারণে যথেষ্ট চিন্তিত। ভারতীয় মুদ্রার মূল্যহ্রাস দেশের জন্য কতটা চিন্তার বিষয় সেটাই এখন দেখার।

ডলার এর বিপরীতে ভারতীয় মুদ্রার (Dollar vs Rupee) এহেন মূল্যহ্রাস সত্যি ভাবা যায় না। চলতি বছরের ১২ সেপ্টেম্বর ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা ৮৩.৯৯ টাকায় নেমেছিল। পরে অবশ্য দাম কিছুটা বৃদ্ধি পায়। সম্প্রতি শেয়ার বাজার খোলার পর ভারতীয় মুদ্রার দাম প্রায় দুই পয়সা বৃদ্ধি হয়েছিল ডলারের নিরিখে। সেই দর কমতে শুরু করে ধীরে ধীরে।

বিশেষজ্ঞরা ভারতীয় মুদ্রার মূল্যহ্রাসের পিছনে কারণ হিসাবে যেগুলি মনে করেছেন তা হল, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি পুঁজি বেরিয়ে যাওয়া। ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্যহ্রাস (Dollar vs Rupee) হয়েছে এইসব কারণের জন্যই। দেশীয় মুদ্রায় লাভের অঙ্ক সীমিত হয়েছে যা সত্যি চিন্তার বিষয়। শেয়ার মার্কেটেও বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে পতন। এর ফলে ভারতীয় মুদ্রার মূল্য আন্তর্জাতিক বাজারে অনেকাংশই কমে যাচ্ছে।

আরো পড়ুন: স্বস্তির খবর, বাড়ছে শেয়ার বাজারের উন্নতির গ্রাফ

এমনকি আন্তঃব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা বাজার খোলার সময়ে ভারতীয় মুদ্রার দাম ডলারের বিপরীতে ছিল ৮৩.৯৭ টাকা (Dollar vs Rupee)। ১০ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার সর্বশেষ দর ছিল ৮৩.৯৮ টাকা। আবার, ছ’টি শক্তিশালী মুদ্রার নিরিখে ডলারের দামে ০.১১ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে। বিশেষজ্ঞদের বেশিরভাগ মনে করছেন যে, ডলারের অবমূল্যায়ণ ভবিষ্যতেও হয়তো অব্যাহত থাকবে।

আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.৪৮ শতাংশ। এই তেলের ব্যারেল প্রতি ৭৭.৭১ ডলার মূল্য হয়ে গেছে। এছাড়াও সূত্র মারফত জানা গেছে যে, বৃহস্পতিবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৪,৯২৬.৬১ কোটি টাকা মূল্যের শেয়ার বিক্রি করেছেন।

Exit mobile version