WB Municipal Amendment Bill: বাড়তে চলেছে সম্পত্তির মূল্য আসছে, পৌরসভার নতুন বিল

WB Municipal Amendment Bill

WB Municipal Amendment Bill: রাজ্যের সমস্ত পৌরসভা এলাকার সম্পত্তির মূল্য নির্ধারণ করে রাজ্যের ভ্যালুয়েশন বোর্ড। প্রতি পাঁচ বছরে এই প্রক্রিয়াতে স্থির করা হয় অ্যানুয়াল রেন্টাল ভ্যালু। আর এই অ্যানুয়াল রেন্টাল ভ্যালুর উপর নির্ভর করেই ঠিক হয় সম্পত্তির উপর থেকে নেওয়া করের পরিমাণ। আর এবার এই আইন সংশোধনের পথে হাঁটছে পুরসভাগুলি। জানা যাচ্ছে গত পাঁচ বছরের তুলনায় ১০% অ্যানুয়াল রেন্টাল ভ্যালু বাড়ানোর কথা ভাবা হয়েছে।

প্রশাসনের একাংশের দাবি মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের উপর কর চাপানোর ঘোর বিরোধিতা করেন। আর সেই জন্যই ঘুর পথে এই নিয়ম চালু করতে চলেছে সংশ্লিষ্ট দপ্তর। এই বিষয়ে বিরোধী রাজনৈতিক শিবিরে আশঙ্কা করা হচ্ছে ভ্যালুয়েশনের প্রক্রিয়া বাধ্যতামূলক না করে যদি ১০% হারে সম্পত্তির দাম বাড়ানো (WB Municipal Amendment Bill) হয় তবে নাগরিকদের আর্থিক সমস্যার জট পাকাতে শুরু করবে যার থেকে দুর্নীতির আশঙ্কা বাড়বে।

এদিকে পরিষদের সুত্রে পাওয়া খবর অনুযায়ী আগামী সোমবার প্রস্তাব দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যামেন্ডমেন্ট বিল ২০২৪ এবং ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল (WB Municipal Amendment Bill)। জানা যাচ্ছে এদিন সভায় এই দুটি বিল একসাথে পেশ করা হবে। এবং এই দুটি বিল-ই সম্পত্তির দাম বৃদ্ধির প্রস্তাব দেবে রাজ্যসভায়। এই বিলের পক্ষে পুর দপ্তরের বক্তব্য যে অনেক সময় সম্পত্তির মূল্য নির্ধারণ করতে সমস্যা হয়। এছাড়া ক্রমাগত বদলাচ্ছে জমি ব্যবহারের ধরনও। এবার তাই সব দিক চিন্তা করে সম্পত্তির মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই কাজ পাঁচ বছর না হলে সব ক্ষেত্রে ১০% হারে মূল্য বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন: অবশেষে মূল্যবৃদ্ধির ছাপ কলকাতা মেট্রোতেও, বাড়তে চলেছে ভাড়া

অনেক বছর আগে এক বেসরকারি সংস্থার উপর এই দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রেও একাধিক দুর্নীতির অভিযোগ ওঠায় প্রথম বাম আমলে এই ভ্যালুয়েশন বোর্ড (WB Municipal Amendment Bill) গঠিত হয়। প্রতি পাঁচ বছর অন্তর মূল্য নির্ধারণ করে ARV রেট নিশ্চিত করা হয়। আর এই থেকেই আসে সম্পত্তির ট্যাক্স। এই কর প্রদানেও যদি কোনো সমস্যা তৈরি হতো তবে তার মোকাবিলা করার জন্য তৈরি হয়েছিল ডিজপোজাল কমিটি। সেই কমিটিতে রাখা হতনা ওয়ার্ডের পুর-প্রতিনিধিকে। বিচার হতো নিরপেক্ষ ভাবে।

নতুন এই প্রস্তাবিত বিলের (WB Municipal Amendment Bill) প্রসঙ্গে অশোক ভট্টাচার্য বলেন প্রতি পাঁচ বছর অন্তর ভ্যালুয়েশন বোর্ডের মূল্য নির্ধারণের কাজটি বাধ্যতামূলক করে দেওয়া দরকার। প্রতি পাঁচ বছরে এই প্রক্রিয়া হলে সম্পত্তির মূল্য কমতেও পারে। এর ফলে সমাজের সব শ্রেণীর মানুষের ক্ষেত্রে বাড়ানো হবে মূল্য। ফলে গরীব মানুষদের ক্ষেত্রে এই ব্যবস্থা নির্বিচার করবে যাতে বাড়তে পারে দুর্নীতিও। তবে এই বিষয়ে পুর দপ্তরের একজন কর্মী জানিয়েছেন সম্পত্তির কর দেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তি রেট চার্ট অনুযায়ী বিবেচনা করে টাকা জমা দিতে পারবেন। যা আগের বিলে সম্ভব ছিলনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version