Site icon লোকাল সংবাদ

Howrah Bridge: অনেক শিক্ষিত মানুষও জানেন না হাওড়া ব্রিজকে বাংলায় কি বলে

Howrah Bridge

Representative

Howrah Bridge: হাওড়া ব্রিজ হল পশ্চিমবঙ্গের অন্যতম গর্বের বিষয়। বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে এই ব্রিজটির সঙ্গে। প্রতিদিন লক্ষাধিক মানুষ হাওড়া ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে কিন্তু তবুও অনেকেই জানেনা এর বাংলা নাম কি। হুগলি নদীর উপর তৈরি করা এই সেতুটি দীর্ঘ বছর ধরে ভারতের সম্মান রক্ষা করে চলেছে। বহু শিক্ষিত মানুষ জানে না হাওড়া ব্রিজের বাংলা নাম কি। আজকের এই প্রতিবেদনে সেই অজানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

সাধারণ জ্ঞান হলো এমন একটি বিষয় যা মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে এবং প্রত্যেকটি মানুষের সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। জীবনের প্রতিটি পর্যায়ে সাধারণ জ্ঞান কাজে আসে এমনকি বিভিন্ন চাকরির পরীক্ষাতে একাধিক সাধারণ প্রশ্নের উত্তর দিতে হয়। আজকে হাওড়া ব্রিজ সম্পর্কে (Howrah Bridge) বহু অজানা তথ্য তুলে ধরা হবে এই প্রতিবেদনে। হাওড়া ব্রিজের বাংলা নামের পাশাপাশি জেনে নেওয়া হবে এই সেতুটির ইতিহাস।

ইংরেজরা বহু বছর আগে নির্মাণ করেছিল হাওড়া ব্রিজ। ইংরেজরা নির্মাণের পরে এই ব্রিজের নাম রাখে নিউ হাওড়া ব্রিজ (Howrah Bridge)। ব্রিজটা যদিও প্রথমে এই নামেই পরিচিত ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে নামেরও পরিবর্তন হয়েছে এবং নামের শুরুতে নিউ কথাটা উড়ে গেছে। হাওড়া ব্রিজ হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ বন্ধন করতে সাহায্য করেছে।

আরো পড়ুন: পরিবর্তিত স্কুলের ছুটির তালিকা, বড় সিদ্ধান্ত নিল রাজ্য

হাওড়া ব্রিজের (Howrah Bridge) নির্মাণ হয়েছিল ১৯৩৬ সালে। নির্মাণকাজ শেষ হয়েছিল ১৯৪২ সালে। ১৯৪৩ সালে এই ব্রিজের উপর যানবাহন‌ চলাচল শুরু করা হয়। তবে এই ব্রিজটির একটি বাংলা নাম আছে। অনেক শিক্ষিত মানুষও হয়তো জানেন না এর নাম। মনোযোগ সহকারে পড়ুন আজকের প্রতিবেদনটি তাহলেই সঠিক উত্তর জানা হয়ে যাবে।

বেশিরভাগ মানুষেরই কোনো ধারণা নেই হাওড়া ব্রিজের বাংলা নাম সম্পর্কে। ১৯৬৫ সালে হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে দেওয়া হয়। কি নাম রাখা হয়েছিল জানেন কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে হাওড়া ব্রিজের নতুন নামকরণ হয় রবীন্দ্র সেতু। কিন্তু দেশ বিদেশে ও সাধারণ মানুষের কাছে এই ব্রিজটি আজও হাওড়া ব্রিজ নামেই পরিচিত। বিষয়টি অজানা হলেও খুবই গুরুত্বপূর্ণ তথ্য।

Exit mobile version