Site icon লোকাল সংবাদ

Indian Railways: ভারতীয় রেলে রয়েছে বিভিন্ন ধরনের কোচ, কোনটিতে কেমন সুবিধা

Indian Railways

Representative

Indian Railways: ভারত ভ্রমণের ক্ষেত্রে লাইফলাইন হলো ভারতীয় রেল। দূর-দূরান্তের ভ্রমণের জন্য রেল হলো এমন একটি পরিষেবা যার ব্যবহার করে সব শ্রেণীর মানুষ যাতায়াত করতে পারে। এর ভাড়া সাধারণত নির্ধারণ হয় দূরত্বের উপর নির্ভর করে। তবে যত দিন যাচ্ছে ততই উন্নতি পাচ্ছে ট্রেনের অভ্যন্তরীণ পরিষেবা। ট্রেনের কামরার গঠনগত পার্থক্যের জন্যও কয়েকটি শ্রেণীতে ভাগ করে দেওয়া হয়। এবং একেকটি ধরনের কোচে একেক ধরনের আরামদায়ক পরিষেবা পাওয়া যায়। এখন এর উপর ভিত্তি করেও নির্ধারণ করা হয় ট্রেনের টিকিটের দাম। কোন কামরায় কি বিশেষ পরিষেবা দিচ্ছে ভারতীয় রেল (Indian Railways) সেই বিষয়েই আজকের প্রতিবেদন।

1A ফার্স্ট ক্লাস:

এটি ভারতীয় রেলের (Indian Railways) ট্রেনগুলোর সমস্ত কামরার মধ্যে সব থেকে বেশি আরামদায়ক এবং দামী পরিষেবা দেয়। এই কোচে ভ্রমণের ভাড়া সবচেয়ে বেশি যা প্রায় বিমানের টিকিটের ভাড়ার সমান। এতে স্লিপার বাথ তুলনামূলক চওড়া হয় এবং মূলত ৮টি কেবিনে ভাগ থাকে একটা কোচ।

2A টু টায়ার এসি:

এই কোচের ক্ষেত্রে লেগরুম, পর্দা এবং পড়ার আলো দেওয়া থাকে। এক্ষেত্রে চারটি আসন এবং দুটি সাইড সিট দেখা যায়। এছাড়া প্রতিটি আসনে থাকে ব্যক্তিগত পর্দা।

3A থ্রি টায়ার:

ভারতীয় রেলের (Indian Railways) এই কোচে 2AC-এর মতোই সাজানো! তবে জায়গা তুলনামূলক কম। বগিতে রয়েছে আটটি আলাদা আসন। এতেও বর্তমানে আলোর ব্যবস্থা করা হলেও পুরানো ট্রেনের ক্ষেত্রে আলোর পরিষেবা পাওয়া যাবেনা।

EC এক্সিকিউটিভ চেয়ার কাট:

ভারতীয় রেলের (Indian Railways) এই কোচটি সম্পুর্ণ এসি। এটি আসলে চেয়ার দেওয়া কম্পার্টমেন্ট। মাঝে অনেক ফাঁক থাকে প্রতিটি সারিতে রয়েছে ৪টি করে আসন।

আরো পড়ুন: ইঞ্জিনের উপর নির্ভর করে ট্রেনের শ্রেনী, জানেন কি ভারতে কত রকমের ট্রেন চলে

CC চেয়ার কার:

এসি সিসি কোচটিও সম্পূর্ণ বাতনুকূল। এছাড়া রয়েছে নন এসি চেয়ারও তবে এক্ষেত্রে খরচের পরিমাণ বেশ খানিকটা কম।

SL স্লিপার ক্লাস কোচ:

এটিই ভারতের মাটিতে বহুল ব্যবহৃত একটি কোচ। এটি ভারতীয় রেলের (Indian Railways) সস্তার নন এসি কোচ। এতে থাকে প্রায় ৭২ টি আসন থাকে।

২৫ সেকেন্ড সিটিং:

এটি হলো দরিদ্র শ্রেণীর জন্য তৈরি সর্বনিম্ন কোচ। যাত্রীদের জন্য থাকে আসন। এই ধরনের কোচে করে বর্তমানে একটি বার্থে ৩ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন।

Exit mobile version