Site icon লোকাল সংবাদ

Vodafone Idea: ঋণ শোধ করতে পারবে না ভোডাফোন, কত শতাংশের মালিক হচ্ছে কেন্দ্র?

Vodafone Idea

প্রতিনিধত্বমুলক

Vodafone Idea: ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে অন্যতম বেসরকারি একটি টেলিকম সংস্থা হল ভোডাফোন আইডিয়া। তবে সম্প্রতি এই সংস্থাটির ঋণের বোঝা ক্রমশই বেড়ে চলেছে। কিভাবে এই সমস্যার সমাধান হবে জানতে পারবেন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। ভোডাফোন আইডিয়ার (ভি) বকেয়া ৩৬,৯৫০ কোটি টাকা ঋণকে অংশীদারিতে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের ফলে নগদ পুঁজির সমস্যা কিছুটা হলেও মিটবে।

বৃদ্ধি পেল কেন্দ্রের অংশীদারিত্ব

দেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় একটি নাম হল ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। বেসরকারি টেলিকম সংস্থাটিতে এখন থেকে বেড়ে যাবে সরকারের অংশীদারিত্ব। আগে যা ছিল ২২.৬% বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়ে দাঁড়াবে ৪৮.৯৯%। আর্থিক উপদেষ্টা সংস্থা সিটি বিষয়টি নিয়ে মন্তব্য প্রকাশ করেছে। তাদের মতে এই সিদ্ধান্তের ফলে টেলিকম সংস্থার আত্মবিশ্বাস আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে। ঋণের কারণে বেসরকারি এই টেলিকম সংস্থাতে যে ধরনের সমস্যা দেখা দিয়েছিল তার থেকে মুক্তি পাবে।

মিটবে পুঁজির সমস্যা

কেন্দ্রের অংশীদারিত্বের ফলে আগামী তিন বছরে ভি-এর (Vodafone Idea) নগদ পুঁজির সমস্যা অনেকটাই মিটে যাবে। সংস্থার ওপর যে ঋণের বোঝা রয়েছে তাও আস্তে আস্তে মিটে যাবে এই সিদ্ধান্তের ফলে। বর্তমান যুগ হল 5G র যুগ,তাই ফাইভ জি পরিষেবা যাতে দ্রুত চালু হয়ে যেতে পারে সেই দিকেও খেয়াল রাখতে হবে। তবে বিরোধীরা মন্তব্য করেছে যে, বাজারে ভি-এর শেয়ারের দাম এখন ৬.৮ টাকা। সেই শেয়ার বেশি দামে কেনার আদৌ কি কোন যুক্তি আছে?

আরও পড়ুন: কোথায় মিলল হলুদ ধাতুর খোঁজ? বদলে যাবে দেশের অর্থনীতিই

সরকার কেন নিল এই সিদ্ধান্ত?

ভি -এর (Vodafone Idea) বকেয়ার একটা বড় অংশ ২০২১ সালে টেলিকম সংস্কার প্যাকেজের আওতায় স্পেকট্রাম ব্যবহার খাতে অংশীদারিতে বদলে দেয় সরকার। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আবার তা বাড়ানো হচ্ছে। বেসরকারি এই টেলিকম সংস্থার নিয়ন্ত্রণ রয়েছে প্রোমোটার আদিত্য বিড়লা গোষ্ঠীর হাতে। বিরোধী দলগুলির বক্তব্য, এই শেয়ার কিনে কেন্দ্রীয় সরকার আদৌ কোন ব্যবসা করবে না। কিন্তু বেশি দামে এই শেয়ার কিনে খরচ হচ্ছে বাজারদরের থেকে অনেক বেশি। এই পুঁজি আসলে আমজনতার করের টাকা। ফলে সরকারের এই সিদ্ধান্তের পিছনে কি যুক্তি আছে তা বুঝতে পারছে না বিরোধীরা।

কি জানালো ভি (Vodafone Idea)?

রবিবারের বিজ্ঞপ্তিতে ভি (Vodafone Idea) স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাদের প্রতিটি শেয়ারের মূল দাম (ফেসভ্যালু) এখন ১০ টাকা। সেই শেয়ারের দাম হিসাব করলে ৩৬৯৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। আরসিটি-র মতে, সরকারের এই সিদ্ধান্তের ফলে ভি-এর মোট ঋণ কমল ১৮%। এই সিদ্ধান্তের ফলে এই বেসরকারি সংস্থার বিভিন্ন সমস্যার সুরাহা হবে।

Exit mobile version