Site icon লোকাল সংবাদ

Earthquake In Bangkok: চোখের নিমেষে ভেঙ্গে পড়ল ৩০ তলা, ব্যাঙ্ককে দেখা দিল মায়ানমারের কম্পনের প্রভাব

Earthquake In Bangkok

প্রতিনিধত্বমুলক

Earthquake In Bangkok: সম্প্রতি ভারতের পূর্ব দিকের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে ভূমিকম্পের যে ভয়াবহ চিত্র সামনে এসেছে তার সত্যিই বেদনাদায়ক। তবে মায়ানমারের ভূমিকম্পের কারণে জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডে। সেখানকার রাজধানী ব্যাংকক শহরে নির্মীয়মান একটি ৩০ তলা ভবন চোখের পলকে ধ্বংস হয়ে গেছে।

ধুলিস্যাৎ হয়ে গেছে ৩০ তলা ভবন

যেসব কর্মীরা ওই ভবনে কাজ করছিলেন তাদের বেশিরভাগ এখন নিখোঁজ। কেউ বেঁচে গিয়েছেন বরাতজোরে। কেউ কংক্রিটের ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছেন। ভূমিকম্পের (Earthquake In Bangkok) বর্ণনা দিতে গিয়ে শনিবার সকালে প্রত্যক্ষদর্শী এক শ্রমিক বলেছেন যে, তাঁর চোখের সামনেই ৩০ তলা বাড়ি ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। সেই মুহূর্তে তার ভাই ওই বহুতলে ঢুকেছিল কাজ করার জন্য।

মর্মান্তিক ঘটনা ব্যাংককে

সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ওই নির্মীয়মান ৩০ তলা ভবনে একাধিক সরকারি দপ্তর সরিয়ে নিয়ে যাওয়া হবে। ভবনটি নির্মাণের কাজ প্রায় শেষের পথে ছিল। কিন্তু তার মাঝেই ভূমিকম্পে (Earthquake In Bangkok) ধূলিসাৎ হয়ে গেল সেই নির্মাণ। প্রত্যক্ষদর্শী এক শ্রমিক বলেছেন, দুপুর ১টা নাগাদ সবে কাজ শেষ হয়েছিল। তিনি বাইরে গিয়েছিলেন জল খাওয়ার জন্য। বেরোনোর সময় তিনি দেখেছেন তার ভাই কাজের জন্য ওই বহুতলে ঢুকেছে। ভাইয়ের কাজের শিফট তখন শুরু হওয়ার কথা। কিন্তু নিমেষের মধ্যেই সবকিছু শেষ। বহুতল ভেঙে পড়ায় সকলেই প্রাণপণে ছুটেছে। কয়েক সেকেন্ডের মধ্যে ৩০ তলা ভেঙে পড়ল।

ঘটনায় আতঙ্কিত সকলেই

সম্প্রতি মায়ানমারে ঘটে যাওয়া ভূমিকম্পের সরাসরি প্রভাব পড়েছে ব্যাংককে (Earthquake In Bangkok)। একটি নির্মীয়মান ৩০ তলা ভবন যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেই ঘটনা যেন কোনোভাবেই পিছন ছাড়ছে না এক প্রত্যক্ষদর্শী যুবকের। নিমেষের মধ্যে যেন উল্টে গেছিল তার গোটা দুনিয়া। চোখের পলকে সব শেষ হয়ে গেল। তাঁর ভাইকে উদ্ধার করা গিয়েছে কি না, সে আদৌ বেঁচে আছে কিনা তা জানা যায়নি।

আরও পড়ুন: জোড়া ভূমিকম্পে ধ্বংসলীলা মায়ানমার- ব্যাংককে

কম্পনের তীব্রতা

শুক্রবার সকালে মায়ানমারে জোড়া কম্পনে ধ্বংস হয়ে গেছে দেশের বিভিন্ন জায়গা। প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৭। পরে ‘আফটারশক’ হয় ৬.৪ মাত্রার। এই দুই কম্পন এর ফলে বাদ যায়নি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহর (Earthquake In Bangkok)। ৩০ তলা বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ১০ জন শ্রমিকের এমনটা জানিয়েছে সে দেশের প্রশাসন। বহু শ্রমিক ওই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিলেন। এখনও চলছে উদ্ধারকাজ।

কত হয়েছে মায়ানমারের মৃতের সংখ্যা?

সরকারি রিপোর্ট অনুযায়ী মায়ানমারে ঘটে যাওয়া ভূমিকম্পের ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০০২। আহত ২৩০০-র বেশি মানুষ। মায়ানমারের পক্ষ থেকে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। ভারত থেকে ত্রাণসামগ্রী নিয়ে প্রথম দফার বিমান পৌঁছেছে মায়ানমারে। ভারত তার প্রতিবেশী রাষ্ট্রকে অন্তত ১৫ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে। তবে পরবর্তীকালে ত্রাণ এর সংখ্যা আরো বাড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ানমার এবং থাইল্যান্ডকে সবরকম সাহায্য করার অঙ্গীকার করেছে।

Exit mobile version