Astro Tips: শোয়ার সঠিক দিক এর উপর নির্ভর করছে আপনার ভবিষ্যৎ, কি বলছে বাস্তু শাস্ত্র?

Astro Tips for Sleep

Astro Tips: নতুন বাড়ি নির্মাণ এর সময় আমরা সব সময় খেয়াল রাখি তা যেন হয় বাস্তু সম্মত। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চার দিক বিবেচনা করে তৈরি হয় আমাদের শোয়ার ঘর, বসার ঘর, রান্না ঘর, ঠাকুরঘর ইত্যাদি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার শোয়ার দিকের বাস্তু শাস্ত্র (Astro Tips) ঠিক কতটা বিজ্ঞান সম্মত!

বর্তমান কিছু তথ্য (Astro Tips) ও গবেষণার উপর ভিত্তি করে বিজ্ঞানী রা জানিয়েছেন যে পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ এই চার দিকের মধ্যে উত্তর দিকে মাথা করে শুলে ক্ষতি হতে পারে আপনার, ঘুমের সঠিক দিক এর উপর নির্ভর করছে আপনার ভবিষ্যৎ। বাস্তু শাস্ত্র জ্ঞানীরা বলেন যে উত্তর দিকে মাথা করে শোয়ার জন্য পারিবারিক অশান্তি হতে পারে পরিবারে, এছাড়াও পেশাগত জীবনে সফল হওয়ার সুযোগ কমে যায়।

কিন্তু বিজ্ঞানী দের ভাষায় মানুষ যখন ঘুমায় তখন তার শরীরে প্রাকৃতিক ভাবে নাড়ির হার কমে যায়। রক্ত পুরো শরীরে সঠিক ভাবে পাম্প হওয়ার জন্য এই প্রক্রিয়া অবলম্বন করে শরীর। তা যদি না হতো তবে মাথায় রক্ত চলাচলে ব্যাঘাত ঘটতো। ঘুমোনোর সময় মানুষ প্রায় কয়েক ঘণ্টা একই অবস্থানে থাকে, এই সময় কেউ যদি উত্তর দিকে মাথা দিয়ে শোয়ে তবে তার মাথার উপর পৃথিবীর ইতিবাচক ও নেতিবাচক এই দুই চৌম্বকীয় টানে চাপ পড়ে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরো পড়ুন: মার্গী হতে চলেছে শনি, এই ৫ রাশির ওপর পড়বে প্রভাব

নীতিবাচক এবং ইতিবাচক চৌম্বক ক্ষেত্রের ভারসাম্য রক্ষার জন্য উত্তর দিকে না শুতে বলছেন বিজ্ঞানীরা। কারণ ভারসাম্য যদি বিঘ্নিত হয় তবে রক্তনালীতে চাপ পড়ে। রক্তনালীতে এই চাপ এর কারণে মস্তিষ্কে চাপ সৃষ্টি হয়। কোনো কোনো মানুষ আমরা দেখি যে ঘুমের মধ্যে স্ট্রোক এর শিকার হন। তার কারণ অনেক সময় উত্তর দিকে শোয়া হতে পারে। ঘুমের সঠিক দিক এর উপরে এইভাবে নির্ভর করছে আপনার ভবিষ্যৎ।

আমাদের জীবনে অনেক কিছুই আমরা মেনে চলি তার বিজ্ঞান সম্মত দিকের কথা না ভেবেই, কিন্তু বাস্তু শাস্ত্র হোক বা অন্যান্য নিয়ম রীতি সব কিছুর ই পিছনে থাকে বৈজ্ঞানিক কারণ। বাস্তু মেনে (Astro Tips) চললে যেমন আপনার সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি আসবে ঠিক তেমনই আপনার স্বাস্থ্যের ও উন্নতি হবে।

এই রকম আরও খবর পেতে চোখ রাখুন লোকাল সংবাদের পাতায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version