Site icon লোকাল সংবাদ

Low Safety Rating: বাজারে বহুল বিক্রিত এই ৪ গাড়ি! কিন্তু ক্রাশ টেস্টে রেটিং কম

Low Safety Rating Cars

Representative

Low Safety Rating: সাম্প্রতিক সময়ে গাড়ির বাজারে ব্যাপক চাহিদা। সারা দেশব্যাপী বিক্রি হচ্ছে লাখো লাখো দু চাকা চার চাকার গাড়ি। রাস্তায় যানজট তৈরি হলেই দেখা যায় গাড়ির জনপ্রিয়তা। বিশেষ করে টু হুইলার। মূলত ফিচার্স দেখেই কেনা হয় ২ চাকা, ৪ চাকার গাড়ি। আর সেই সব বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল ব্রেকিং সিস্টেম। যা গাড়ির অন্যান্য জরুরী ফিচার্সের মধ্যে একটি। দেশব্যাপী বিক্রি হয় একাধিক মডেলের গাড়ি। জানলে অবাক হবেন এমন কিছু মডেলের গাড়ি রয়েছে যা নিরাপত্তা বজায়ে দুর্বল (Low Safety Rating)। অথচ সেই গাড়িগুলিরই জনপ্রিয়তা তুঙ্গে। তাই গাড়ি কেনার আগে জেনে নিন কোন মডেলের গাড়িগুলি ক্র্যাশ টেস্টে দুর্বল। কোন কোন গাড়ির সেফটি রেটিং কম।

Nexa Ignis

বাজারে জনপ্রিয় গাড়িগুলির মধ্যে অন্যতম হলো নেক্সার ইগনিস মডেল। যার এক শোরুম মূল্য শুরু ৫ লাখ ৮৪ লক্ষ টাকা থেকে। কিন্তু সেফটি রেটিংয়ে খুবই দুর্বল। এই গাড়ি গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে সেফটি রেটিং রয়েছে ১ স্টার। চাইল্ড অক্যুপ্যান্ট প্রোটেকশনের ক্ষেত্রে ৩.৮৬ পয়েন্ট পেয়েছে ৪৯-এর মধ্যে। ৩৪ এর মধ্যে ১৬.৩৪ পয়েন্ট পেয়েছে অ্যাডাল্ট অক্যুপ্যান্ট প্রোটেকশনের ক্ষেত্রে।

WagonR

মারুতির এই মডেলের চাহিদা বাজারে ব্যাপক। যার এক্স শোরুম মূল্য শুরু ৫ লাখ ৫৫ লক্ষ টাকা থেকে। কিন্তু নিরাপত্তার নিরিখে ডাহা ফেল। গ্লোবাল এনসিএপির ক্র্যাশ টেস্টে নিরাপত্তা রেটিং পেয়েছে ১ স্টার। ৩৪-এর মধ্যে ১৯.৬৯ পয়েন্ট পেয়েছে অ্যাডাল্ট অক্যুপ্যান্ট প্রোটেকশনে। ৪৯-এর মধ্যে ৩.৪০ পেয়েছে চাইল্ড অক্যুপ্যান্ট প্রোটেকশনে।

আরো পড়ুন: সাধ্যের মধ্যে চার চাকা, মারুতি সুজুকির তরফ থেকে উপহার

Maruti Ertiga

মারুতির জনপ্রিয় গাড়ি Ertiga-র ক্র্যাশ টেস্টে নিরাপত্তা রেটিং ১ স্টার। যার এক্স শোরুম মূল্য শুরু ৮.৪৯ লক্ষ টাকা। কিন্তু এই বেস্ট সেলিং কার নিরাপত্তার নিরিখে যথেষ্ট দুর্বল (Low Safety Rating)। ৩৪-এর মধ্যে ২৩.৬৩ পয়েন্ট পেয়েছে অ্যাডাল্ট অক্যুপ্যান্ট প্রোটেকশনে। অপরদিকে ৪৯-এর মধ্যে ১৯.৪০ পয়েন্ট পেয়েছে চাইল্ড অক্যুপ্যান্ট প্রোটেকশনে।

S-Presso

মারুতির আরো একটি মডেল S-Presso। যা বেস্ট সেলিং গাড়ি হলেও সেফটি রেটিং খুবই কম। গ্লোবাল এনসিএনএপিতে সেফটি রেটিং পেয়েছে ১ স্টার। চাইল্ড অক্যুপ্যান্ট প্রোটেকশনেও ৪৯-এর মধ্যে পেয়েছে ৩.৫২ পয়েন্ট। অ্যাডাল্ট অক্যুপ্যান্ট প্রোটেকশনেও ৩৪-এর মধ্যে পয়েন্ট পেয়েছে ২০.০১। যার মূল্য শুরু ৪.২৭ লক্ষ টাকা।

Exit mobile version