Site icon লোকাল সংবাদ

CR7 with LM10: রোনাল্ডোর ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে আসতে চলেছেন মেসি?

CR7 with LM10

Representative

CR7 with LM10: বিশ্ব ফুটবলের জগতে একাধিক উজ্জ্বল নক্ষত্রের মধ্যে উজ্জ্বলতম দুই নক্ষত্র হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। এই দুই মহাতারকা দুটি আলাদা দেশের জাতীয় দলের হয়ে খেলেছেন। স্বর্ণময় কেরিয়ারে একে অপরের বিরুদ্ধেও মাঠে নেমেছেন বহুবার। দুজনের মধ্যে মাঠে চিরকাল বন্ধুত্বসুলভ আচরণ দেখা গেলেও একটা ঠাণ্ডা যুদ্ধ যে চলে তা বলাই বাহুল্য।এঁদের মধ্যে কে সবার সেরা সেই নিয়ে ভক্তদের মধ্যে তর্কাতর্কির শেষ নেই। পর্তুগাল এবং আর্জেন্টিনার এই দুই তারকা আবারও খবরের শীর্ষে।

শোনা যাচ্ছে CR7 এর ইউটিউব চ্যানেলে স্পেশাল গেস্ট হিসেবে আসতে চলেছে খোদ LM10 (CR7 with LM10)! আজ্ঞে হ্যাঁ ঠিকই শুনেছেন! এই খবরেই উত্তাল এখন নেট দুনিয়া। যদিও অফিসিয়াল কোনো তথ্য এখনও ভাগ করে নেননি। ভক্তদের ধারণায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ফুটবল বিশ্বে। মাঠে ছাড়াও সমাজ মাধ্যমেও এই দুই তারকার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তবে ফলোয়ারের নিরিখে বেশ খানিকটা এগিয়ে থাকতে দেখা যায় রোনাল্ডোকে। কিছু মাস আগে এই পর্তুগিজ খেলোয়াড় খুলেছেন নিজের ইউটিউব চ্যানেলও। সেখানেই একটি পর্বে লিও ফার্ডিনান্দের মতো তারকাকে হাজির করে ভক্তদের চমক দেন তিনি। এবার নতুন অতিথি কে সেই নিয়েই চলছে জল্পনা।

মাস তিনেক আগে তৈরি রোনাল্ডোর ইউটিউব চ্যানেলের নাম রেখেছেন ইউআর ক্রিশ্চিয়ানো (UR Cristiano)! যার এক সপ্তাহের মধ্যেই ৫০ মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়ার রেকর্ডও রয়েছে। চ্যানেলটিতে ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ছাড়াও ফুটবল নিয়ে তাঁর বিভিন্ন চিন্তাধারার কথা ভাগ করে নেন ভক্তদের সাথে। ভক্তরাও বেজায় খুশি। এবার সেখানেই আসতে চলেছেন এমন এক অতিথি যিনি এলে নেট দুনিয়া কেঁপে উঠবে বলে জানিয়েছেন রোনাল্ডো! তবে কি মেসি আসছেন রোনাল্ডোর (CR7 with LM10) ইউটিউব চ্যানেলে সেটাই জানার অপেক্ষায় রয়েছেন ভক্তরা!

আরো পড়ুন: নাম লিখিয়েও আইপিএলের নিলাম থেকে বাদ ১০০০ জন, শেষ পর্যন্ত দল পাবেন কারা

সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন খেলোয়াড় সতীর্থ রিও ফার্ডিনান্ডের সাথে একটি ভিডিও পোস্ট করেন CR7! সেই ভিডিওটিও ভক্তদের জন্য সাসপেন্স তৈরি করছে। সাদাকালো এই ভিডিওটিতে নেই কোনো শব্দ। শোনা যাচ্ছেনা কথার আওয়াজে! তাহলে কে আসতে চলেছে রোনাল্ডোর চ্যানেলে এই নিয়ে বাড়ছে কৌতূহল! এই ভিডিও পোস্টের পরেই রোনাল্ডো জানান নতুন অতিথিকে দেখলে নেট দুনিয়া কেঁপে উঠবে!

ফলে জল্পনা তৈরি হচ্ছে তবে কি মেসি (CR7 with LM10) আসছে চ্যানেলে? এই নিয়ে একাধিক কমেন্টও লিখেছেন ভক্তরা। তবে এটা ঠিক যে এই দুই মহারথী একসাথে ভিডিওতে এলে সেটি যে ফুটবল দুনিয়ার সব থেকে বড় চমক হতে চলেছে সেই বিষয়ে কারো সন্দেহ নেই। ইতিমধ্যেই দুজনের একসাথে ছবিও ভাইরাল হতে শুরু করেছে। ফলে জল্পনা এখনই শেষ হচ্ছেনা সে কথা বলাই বাহুল্য। এবার উত্তর দেবে সময়!

Exit mobile version