Site icon লোকাল সংবাদ

Digha Electric Bike Rent: দীঘাতে আবার নতুন চমক, পর্যটকদের সুবিধায় চালু হলো এই পরিষেবা

Digha Electric Bike Rent

Representative

Digha Electric Bike Rent: দীঘা হয় পশ্চিমবঙ্গের মানুষের সব থেকে বেশি প্রিয় ভ্রমন স্থান। এবার দিঘা ভ্রমণ হতে চলেছে আরও সস্তা। দিঘা বেড়াতে গিয়ে প্রিয়জনকে স্কুটিতে বসিয়ে নিরিবিলি এক বিচ থেকে অন্য কোনো বিচে বেড়ানোর সুযোগ। অল্প খরচেই এবার দিঘা থেকে পৌঁছে যাওয়া যাবে মন্দর্মনি। গোয়া এবং পুরীর সমুদ্রে বাইক ভাড়া পাওয়ার সুযোগ রয়েছে বহুদিন ধরেই। এবার দিঘাতেও পর্যটকরা একই সুবিধা পেতে চলেছেন। শুরু হচ্ছে বাইক পরিষেবা।

পর্যটকদের কথা মাথায় রেখে এবং পরিবেশের উন্নতিতে দীঘা প্রশাসনের পক্ষ থেকে চালু হচ্ছে ই-বাইক পরিষেবা। ওল্ড দীঘার বিশ্ব বাংলা গেটের উল্টোদিকেই পাওয়া যাবে এই বাইক ভাড়া পরিষেবা। দীঘার গো গ্রিন দীঘা নামে একটি সংস্থার দায়িত্বে থাকা সুমিত ঘোষ জানান রাজ্যের অন্যতম উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হলো দিঘা। দিঘাকে সুস্থ ও সুন্দর রাখতেই সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে দায়িত্ব নিতে হবে। তাই জন্যই পর্যটকদের পরিষেবা দিতে ই-বাইক রেন্টাল (Digha Electric Bike Rent) পরিষেবা চালু হতে চলেছে দীঘায়।

একটি বাইক ভাড়া (Digha Electric Bike Rent) নিতে হলে গ্রাহকদের ৪ ঘণ্টার জন্য ৫০০ টাকা, ৬ ঘণ্টায় ৬০০ টাকা, ৮ ঘণ্টায় ৭০০ টাকা, ১২ ঘণ্টায় ৯০০ টাকা ভাড়া দিতে হবে। এইসব বাইকের মাধ্যমে ৪০ থেকে ৮০ কিলোমিটার দূরত্বের স্থান ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। এই পরিষেবা গ্রহণ করার জন্য ১৫০০ টাকা এবং যেকোনো একটি পরিচয় পত্র জমা রাখতে হবে। রাস্তায় কোনো সমস্যায় পড়লে দ্রুত তাকে সাহায্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাইক দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন বাচ্চা একসাথে ভ্রমণ করতে পারবেন।

আরো পড়ুন: আসছে বহুপ্রতিক্ষিত শান্তিনিকেতন পৌষমেলা, হোটেলের দর যেনো আকাশছোঁয়া

এখন শুধুমাত্র ওল্ড দিঘাতেই খোলা হয়েছে একটা কাউন্টার। তবে আগামী দিনে এই পরিষেবা মন্দারমনি, তাজপুর, শংকরপুর সহ আরো অন্যান্য সমুদ্র তীরবর্তী জায়গায় ছড়িয়ে পড়বে বলে জানা যাচ্ছে। বাইক ভাড়া পরিষেবা (Digha Electric Bike Rent) গ্রহণ এবং এই সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তার জন্য চালু করা হয়েছে দুটি হেল্প লাইন নাম্বারও। সেগুলি হলো ০৩২২০১৪৪৩১ ও ৯১২৩৭৮৬৯৬৬।

অন্যদিকে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের একজন এক্সিকিউটিভ অফিসার অপূর্বকুমার বিশ্বাস বলেন আগে অ্যাডেলাইন নামের একটি সংস্থার সাথে এই বাইক পরিষেবা দেওয়ার ব্যাপারে আলোচনা হয়। পরে বিশেষ কিছু দিকে সামঞ্জস্য না হওয়ায় ওই সংস্থার সাহায্যে ইলেকট্রিক বাইক পরিষেবা (Digha Electric Bike Rent) চালু করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার আবারও ওই সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে বসা হয়েছিল। তবে বর্তমানে যে সংস্থাটি পরিষেবা দিচ্ছে সেই সংস্থাটি পর্যটকদের জন্য পরিবেশের উপযোগী।

Exit mobile version