Site icon লোকাল সংবাদ

Lifestyle in Kolkata: কলকাতায় ভালোভাবে বাঁচতে প্রয়োজন কত টাকা, কি বলছে শহরের বাসিন্দারা

Lifestyle in Kolkata

Representative

Lifestyle in Kolkata: যত দিন যাচ্ছে ততই মানুষের জীবন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে উঠছে। আর সেই জন্য কোনো ঘটনা ভাইরাল হতেও আর বেশি সময় লাগছেনা। তবে এর জন্য কিছু ভুয়ো খবর বা কুসংস্কার সম্প্রচারিত হলেও কিছু কিছু ক্ষেত্রে অনেক সমাজ সচেতনতা মূলক পোস্টও উঠে আসছে। এরকমই একটি ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যেখানে খোঁজ চালানো হয়েছিল কলকাতায় ভালো ভাবে জীবনধারণ করতে কত টাকা প্রয়োজন হয়। প্রশ্ন করা হয় দুই, তিন বা একার জন্য কলকাতায় খরচ কত হতে পারে। সেখানে উত্তর দিতে দেখা গিয়েছে শহরের নাগরিকদের।

জানা যাচ্ছে জার অ্যাপের তরফে করা হয় এই সার্ভেটি। সেখানেই দেখা যাচ্ছে কলকাতার নাগরিকদের মতে কলকাতাতেই স্বাচ্ছন্দ্যে বাস করতে (Lifestyle in Kolkata) প্রতি মাসে কত টাকার প্রয়োজন হয়। সেখানে ভিডিওর প্রথমেই এক মহিলাকে বলতে দেখা যায় কলকাতায় ভালোভাবে বাস করতে দুই বা তিন জনের সংসারে ২০ থেকে ২৫ হাজার টাকার প্রয়োজন হতে পরে।

ওই ভিডিওতেই দেখা গিয়েছি অন্য একজন কলকাতার নাগরিক জানাচ্ছেন কলকাতায় ভালোভাবে বাঁচতে (Lifestyle in Kolkata) একার সংসারে ১০ থেকে ১৫ হাজার টাকা যথেষ্ঠ। আর এই জনের মতে এক জনের সংসারেই আজকালকার দিনে ২০ হাজার টাকা লাগবেই। আবার একজন ব্যক্তি মনে করেন মাসে ৪ বা ৫ হাজার টাকা হলেই দিব্যি এক চালিয়ে নেওয়া যায় কলকাতা শহরে।

আরো পড়ুন: চলবে ৭২টি অতিরিক্ত ট্রেন, গঙ্গাসাগর মেলা নিয়ে থাকছে পর্যাপ্ত ব্যবস্থা

এদিনের ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে এক বৃদ্ধ ব্যক্তি জানাচ্ছেন সব রকম খরচ মিটিয়ে কলকাতায় ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে খরচ হয় (Lifestyle in Kolkata) ৪০ থেকে ৫০ হাজার টাকা। এই বিষয়ে আরেক ব্যক্তি জানান তিনি গত দেড় বছর ধরে ৭ হাজার টাকায় সংসার চালাচ্ছেন। কেউ কেউ আবার সোজাসুজি জানিয়ে দেন কর স্বপ্ন কেমন, কার জীবন যাত্রার মান কেমন তার উপর নির্ভর করছে মাসে কত খরচ হবে সেই টাকার অঙ্ক।

সমাজ মাধ্যমে কলকাতায় জীবন ধরনের (Lifestyle in Kolkata) এই ভিডিও আসতেই কারো কারো উত্তর শুনে অনেকেই প্রশ্ন তুলেছেন এত কম টাকায় কলকাতায় কিভাবে সংসার চালানো সম্ভব! দিল্লিতে এক ব্যক্তি জানান সেখানে ১৫ থেকে ২০ হাজার টাকা থেকে শুরু হয় মানুষের পারিশ্রমিক। কেউ আবার মন্তব্য করেন বাংলার মানুষের চাহিদা কম বলে সব কিছুই কম। তবে সত্যিই কি তাই? সব মিলিয়ে দেখতে গেলে বাংলায় কাজের সুযোগ এবং বেতন কম হওয়ায় মানুষের জীবন ধারণের মান আলাদা। এছাড়া যার যেমন আয় তার তেমন খরচ এই নীতিও তো কারো অজানা নয়।

Exit mobile version