Post Office Scheme: পোস্ট অফিসের ধামাকা স্কিম, ৫০০ টাকা হবে ১ লক্ষ টাকা

Post Office Scheme

Post Office Scheme: ক্রমাগত বাড়ছে সমস্ত জিনিসের দাম। এর মধ্যে ভবিষ্যতের জন্য সাশ্রয় না করলে সন্তানের শিক্ষা, বিবাহ বা নিজের বার্ধক্য বয়সের ভার বহন করা কঠিন হয়ে পড়ে। আর এর জন্য সময় থাকতে বিনিয়োগ করে রাখা খুব দরকারি। আর বিনিয়োগের জন্য নিরাপদ এবং ভালো রিটার্ন দেওয়া প্রতিষ্ঠান হলো ভারতীয় পোস্ট অফিস। সরকারি সংস্থা পোস্ট অফিসে বিনিয়োগ করলে জমা করা অর্থের উপর যেমন নিশ্চয়তা মেলে তেমনই মেলে মোটা হারে সুদ।

যদি কোনো বিনিয়োগকারী ভালো রিটার্নের পাশাপাশি নিরাপত্তা চান তবে তাঁকে পোস্ট অফিসে (Post Office Scheme) বিনিয়োগের কথা ভাবতে হবে। এর জন্য রয়েছে একাধিক স্কীম। এসব স্কীমেই সঠিক ভাবে বিনিয়োগ করতে পারলে তবে লাখপতি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ব্যাংকের মতোই বিনিয়োগের বিভিন্ন অপশন রয়েছে পোস্ট অফিসে। যেখানে বুদ্ধি দিয়ে বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে যা ভবিষ্যতের সমস্ত দুশ্চিন্তা দুর করে দিতে পারে।

পোস্ট অফিসে রয়েছে কয়েকটি স্কীম (Post Office Scheme) যা ব্যাংকের থেকেও বেশি হারে সুদ দিয়ে থাকে। পোস্ট অফিসে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের অবশ্যই একটি সেভিংস একাউন্ট খুলতে হবে। এক্ষেত্রে একাউন্ট খুলতে মাত্র ৫০০ টাকা খরচ হতে পারে। এই ধরনের একাউন্টের পুরো নান টাইম ডিপোজিট একাউন্ট। আর এই স্কিমে সুদের হার রয়েছে ৬.৯ শতাংশ থেকে শুরু করে ৭.৫ শতাংশ। যা ব্যাংকে প্রদত্ত সুদের হারের থেকে অনেকটাই বেশি।

আরো পড়ুন: মাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর, ১৫ হাজার টাকা স্কলারশিপ দেবে LIC

এই পোস্ট অফিসের স্কীমে (Post Office Scheme) মাত্র ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যেতে পারে। এক্ষেত্রে টাকা বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই। এক্ষেত্রে এক বছরের বিনিয়োগে সুদের হার রয়েছে ৬.৯ শতাংশ। দুই বছরে সুদের হার রয়েছে ৭ শতাংশ। ৩ বছরে সুদের হার রয়েছে ৭.১ শতাংশ। পাঁচ বছরে সুদের হার থাকবে ৭.৫ শতাংশ। যা ব্যাংকে বিনিয়োগের ক্ষেত্রে বেশ খানিকটা বেশি।

যদি কোনো বিনিয়োগকারী পোস্ট অফিসে (Post Office Scheme) পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেন তবে তাঁর সুদের হার হবে ৭.৫ শতাংশ। যদি কোনো ব্যক্তি পাঁচ লক্ষ টাকার বিনিয়োগ করেন তবে ৫ বছর পর শুধুমাত্র সুদ হিসেবে পাওয়া যাবে ২ লক্ষ ২৪ হাজার টাকার বেশি। সেক্ষেত্রে জমা অর্থের পরিমাণ দাঁড়াবে ৭ লক্ষ ২৪ হাজার টাকা। এবার সেই টাকাও পরবর্তী পাঁচ বছরের জন্য বিনিয়োগ করলে পাবেন ১০ লক্ষ ৫১ হাজার টাকা। এভাবে দশ বছরে বিনিয়োগ করা মূল অর্থের সামনে সুদের পরিমাণ দাঁড়ায় ৫ লক্ষ ৫১ হাজার টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version