UPI Payment: পহেলা আগস্ট থেকে বদলে যাচ্ছে ইউপিআই এর নিয়ম, কি করনীয়?

UPI Payment

UPI Payment: নিশ্চিতভাবেই, ২০২৫ সালের ১লা আগস্ট থেকে ইউপিআই ‑এর নতুন নিয়মাবলী কার্যকর হচ্ছে। তাই নতুন মাস পড়ার আগে এক নজরে দেখে নেওয়া যাক ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে।

UPI Payment‑এর নতুন নিয়মাবলী

ব্যালেন্স চেকের সীমা: প্রতিটি ইউপিআই অ্যাপে প্রতি‑দিন সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেক করা যাবে।

লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট দেখার সীমা: প্রতি‑দিন সর্বোচ্চ ২৫ বার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট তালিকা দেখা যাবে।

লেনদেন স্টাটাস চেক সীমা: প্রতি ট্রান্সাকশনে সর্বাধিক ৩ বার স্ট্যাটাস চেক করা যাবে, এবং প্রতি চেকের মধ্যে প্রতিমাত্র ৯০ সেকেন্ড বিরতি থাকতে হবে।

অটো ট্রানজেকশন টাইম স্লট: রেকারিং পেমেন্টসের ক্ষেত্রে (EMI, SIP, OTT subscription ইত্যাদি) শুধুমাত্র নন‑পিক সময়ে প্রসেস হবে সকাল ১০টা পূর্বে, দুপুর ১টা থেকে বিকেল ৫টা, রাত ৯:৩০টা পর

রিসিপিয়েন্টের নাম: ট্রান্সফার কনফার্মেশনের আগে রিসিপিয়েন্টের নাম দেখানো বাধ্যতামূলক। টাকা পাঠানোর আগে কখনো Recipient-এর নাম প্রদর্শন করা হবে, যাতে ভুল ব্যক্তি-কে অর্থ পাঠানো এড়ানো যায় এবং প্রতারণা কমে।

ইনঅ্যাকটিভ UPI আইডি: ১২ মাস (১ বছর) ধরে কোন লেনদেন না করলে, সেই মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ইউপিআই আইডি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে।

আরও পড়ুনঃ পোস্ট অফিসের ধামাকা স্কিম, ৫০০ টাকা হবে ১ লক্ষ টাকা

ব্যালেন্স আপডেট: ব্যাংক থেকে প্রতিটি সফল লেনদেনের পর স্বয়ংক্রিয় ব্যালেন্স আপডেট পাঠানো বাধ্যতামূলক, ফলে ব্যবহারকারীকে বার বার ম্যানুয়ালি ব্যালেন্স চেক করতে হবে না

যা করনীয়

ইউপিআই অ্যাপ আপডেট করতে হবে, কারণ নতুন নিয়মসহ সংশ্লিষ্ট অ্যাপে ইউজার ইন্টারফেসে পরিবর্তন আনা হচ্ছে। অটো পেমেন্টের সময় পরীক্ষা করতে হবে। যদি এর আগে কোনো বিল বা ইএমআই -এর ডেট নির্ধারিত থাকে, তা নতুন সময়সীমার মধ্যে আসে কি না, দেখে নিতে হবে। ব্যালেন্স ও স্ট্যাটাস বার‑বার চেক করা থেকে বিরত থাকতে হবে, না হলে সময় এবং চেষ্টার জন্য সর্বোচ্চ সীমাতে আটকে যেতে হতে পারে। যদি ইউপিআই (UPI Payment) আইডি দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকে (১ বছরের বেশি), তাহলে সেটা যত তাড়াতাড়ি সম্ভব নতুন মোবাইল নম্বর বা ইউপিআই ‑তে অ্যাকটিভ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version