Site icon লোকাল সংবাদ

Tamanna Bhatia Vijay Varma: বিয়ের প্রস্তুতি তুঙ্গে, কবে সাত পাকে বাঁধা পড়ছেন বিজয় তামান্না জুটি

Tamanna Bhatia Vijay Varma

Representative

Tamanna Bhatia Vijay Varma: দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম বিখ্যাত এবং চর্চিত জুটি হলো অভিনেত্রী তমান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় বর্মা (Tamanna Bhatia Vijay Varma)। সফল কেরিয়ারে কাজের সুত্রেই শুরু সম্পর্ক এবার তা বিয়ের পথে এগোতে চলেছে বলেই খবর। লাস্ট স্টোরিজ-২ সিনেমায় প্রথম বারের জন্য এই জুটিকে একসাথে অভিনয় করতে দেখা গিয়েছিল। সেই সময়ে তাদের কেমিস্ট্রি দর্শকদের আকৃষ্ট করেছিল। জানা যায় ওই ছবির শুটিং ফ্লোর থেকেই গড়াতে শুরু করে প্রেমের জল। যদিও এই বিষয়ে দুজনের কেউই কিছু বলেননি সরাসরি।

তবে প্রায়শই মুম্বাইয়ের রাস্তায়, শপিং মলে বা সিনেমা হলে একসাথে দেখা যায় এই অভিনেতা অভিনেত্রী (Tamanna Bhatia Vijay Varma) জুটিকে। এমনকি একসাথে বিদেশ ভ্রমণেও যেতে দেখা যায় এই দুই তারকাকে। দুজনের সম্পর্ক নিয়ে তমন্না একদিন বলেন তাঁর এবং বিজয়ের সম্পর্কের সূত্র হলো সিনেমা। তাঁরা একসাথে অনেক সিনেমা এবং ওয়েব সিরিজ উপভোগ করেন। সেগুলি নিয়ে যথেষ্ঠ আলোচনাও করেন দুজনেই। তিনি বিজয়ের থেকে বেশি সিনেমা দেখেন। তাঁর মতে তাঁদের সম্পর্কের ভিত হলো সিনেমা।

কিছুদিন আগেই মুম্বাইয়ের একটি সংবাদ মাধ্যমের সুত্রে জানা গিয়েছিল নতুন বছরেই চার হাত এক হতে চলেছে বিজয়-তমন্নার (Tamanna Bhatia Vijay Varma)! জানা গেছিলো দুই পরিবারের উদ্যোগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই তারকা জুটি। জানা যাচ্ছে এবার তাঁরা নিজেরাই জোর কদমে করছেন বিয়ের প্রস্তুতি।

আরো পড়ুন: এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ, নেপথ্যে কে

আরও জানা হচ্ছে ইতিমধ্যেই একসাথে থাকার মতো বিলাসবহুল ফ্ল্যাট খুঁজছেন তারা। মূলত বিয়ের আগে বসবাসের জায়গা সাজিয়ে নিতে চাইছে এই জুটি। সূত্রের খবর নতুন বছরের শুরুতেই চুপিসাড়ে সেরে নিতে চলেছেন বাগদান পর্বও। শোনা যাচ্ছে দুই পরিবার এবং কয়েকজন কাছের বন্ধুদের নিয়ে একটি প্রাইভেট অনুষ্ঠানের মধ্যে দিয়ে চার হাত এক হতে চলেছে এই দুই তারকার।

এই খবর সামনে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যেও চাপা উত্তেজনা কাজ করছে। পর্দার প্রিয় জুটিকে বাস্তবে এক হতে দেখার জন্য উদগ্রীব সকলেই। ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে তমন্না-বিজয়ের (Tamanna Bhatia Vijay Varma) সমাজ মাধ্যম। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন কাটিয়ে অবশেষে ২০২৫ সালের প্রথমেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই দুই ভারতীয় তারকা।

Exit mobile version