Site icon লোকাল সংবাদ

Messi vs Ronaldo: সেরা কে রোনাল্ডো না মেসি! পেপের মন্তব্যে বিতর্কের ঝড় ফুটবল জগতে

Messi vs Ronaldo

Representative

Messi vs Ronaldo: সারা বিশ্বজুড়ে নানা ধরনের খেলা প্রচলিত রয়েছে। আর সেই সব খেলার মধ্যে অন্যতম খেলা হলো ফুটবল। আর সেই ফুটবল জগতের দুই নাম করা খেলোয়াড় হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। যে দুই খেলোয়ারকে নিয়ে দীর্ঘ সময় ধরে চলে আসছে তীব্র আলোচনা। সেরার সেরা কে? মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Messi vs Ronaldo)? যার উত্তরে রোনাল্ডো অনুরাগীরা দাবি করেন রোনাল্ডো সেরা। অপরদিকে মেসি অনুরাগীরা মেসিকে সেরা বলে দাবি করেন। আর এই আলোচনাকেই আরো জোরালো করলো ওয়ার্দিওলা পেপ। ক্রিশ্চিয়ানো-মেসির তুলনায় এক চাঞ্চল্যকর মন্তব্য করে ফুটবল জগতে ঝড় তুললেন পেপ। কি এমন বললেন তিনি?

প্রসঙ্গত ফুটবল বিশ্বের রন্ধে রন্ধে প্রবাহিত হয়ে আসছে রোনাল্ডো-মেসি দুই ফুটবল তারকার নাম। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হলেন একজন পর্তুগিজ পেশাদার খেলোয়াড়। যিনি পর্তুগালের হয়ে ফুটবল জগতে লড়াই করেন। প্রতিবারই চমক দেখান এই তারকা। অপরদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স দেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ফুটবল খেলার আলোচনায় শীর্ষে থাকেন এই দুই ব্যক্তি। সাম্প্রতিক ঘোষণা হয়েছে ব্যালন ডি’অর পুরস্কার। আর সেই আবহেই মেসি-রোনাল্ডোর (Messi vs Ronaldo) তুলনার আলোচনা আরও শীর্ষে পৌঁছেছে।

সম্প্রতি ফুটবল বিশ্বে ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হয়েছে। যে পুরস্কার অর্জন করেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রড্রি। প্রথমবার তিনি এই পুরস্কার পেয়েছেন। আর এই পুরস্কার বিষয়েই ওয়ার্দিওলা পেপ এক চাঞ্চল্যকর মন্তব্য করেন রোনাল্ডো-মেসিকে নিয়ে। তার কথায়, পূর্বের ১৫-২০ বছর ধরে অবিশ্বাস্য ফুটবল খেলে আসছে রোনাল্ডো-মেসি। দুজনেই নিজেদের যোগ্যতার ভিত্তিতে পুরস্কার অর্জন করেছে। তবে বর্তমানে যে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হচ্ছে তা যে কেউ অর্জন করতে পারে।

আরো পড়ুন: আবারো উঠলো অলিম্পিকসের পদক ক্ষয়ের অভিযোগ, এবার ভারতে

এর পাশাপাশি তিনি রোনাল্ডো-মেসিকে তুলনা করে বলেন ক্রিশ্চিয়ানো হলেন দৈত্য এবং মেসি হলেন দৈত্যের বাবা। আর সেই নিয়েই তুমুল আলোচনার ঝড় ওঠে ফুটবল বিশ্বে। বলা যায় ফুটবলের ইতিহাসে একটা বিরাট আঘাত হিসেবে দেখা হচ্ছে এই ঘটনাটিকে। ফুটবলের ইতিহাসে সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম দুই সেরা খেলোয়াড় মেসি-রোনাল্ডো (Messi vs Ronaldo)। আর তাদের মধ্যেকার এই তুলনা যেন ফুটবল জগতে একটি আলোড়ন সৃষ্টি করেছে।

এ প্রসঙ্গে জানিয়ে রাখি ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত বার্সেলোনার কোচের দায়িত্বে ছিলেন ওয়ার্দিওলা পেপ। তিনি প্রথম থেকেই মেসির প্রতি টান দেখিয়েছেন। মেসির প্রশংসায় পঞ্চমুখ তিনি। সন্তান স্নেহে তিনি মেসিকে দেখেন বরাবরই। পাশাপাশি মেসির প্রতি আঘাত ভালবাসাও তিনি প্রকাশ করেন। তবে সম্প্রতি পেপের এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। মেসি-রোনাল্ডোর (Messi vs Ronaldo) মধ্যেকার তুলনায় যেন এক নতুন চিত্র তুলে ধরেছেন পেপের চাঞ্চল্যকর মন্তব্য। তবে এই মন্তব্য উঠতেই ব্যালন ডি’অর পুরস্কার অর্জনের জন্য প্রতিযোগিতা আর আকর্ষণীয় হয়ে উঠেছে নতুন প্রজন্মের খেলোয়ারদের মধ্যে।

Exit mobile version