Site icon লোকাল সংবাদ

Floor Cleaning: ঘরে থাকা এই জিনিসগুলো দিয়ে মেঝে পরিষ্কার করলে মেঝে হবে কাঁচের মতো পরিষ্কার

Floor Cleaning

Representative

Floor Cleaning: ঘরে ঢুকতেই যে জিনিসটির উপর পা রাখতে হয় সেটি হলো মেঝে। তাই সেই মেঝেই যদি অপরিষ্কার থাকে, তাহলে তার ওপর চলাফেরাই দুষ্কর হয়ে ওঠে সকলের। পরিষ্কার পরিচ্ছন্ন মেঝে (Floor Cleaning) যে ঘরের শোভা বাড়ায় শুধুমাত্র তাই তা নয়। বরং ঘরের মধ্যে সুস্বাস্থ্য বজায় রাখে। জল দিয়ে শুধুমাত্র পরিষ্কার করলেও কিন্তু কখনো কখনো মেঝে অপরিষ্কার থেকে যায়। বিশেষত যেসব বাড়িতে ছোট ছোট শিশুরা রয়েছে সেই সমস্ত বাড়ির মেঝে ভালোভাবে পরিষ্কার রাখা দরকার। কিন্তু প্রশ্ন এমন কি দিয়ে মেঝে পরিষ্কার করলে তা পরিষ্কার থাকবে সাথে নিরাপদও?

অনেকেই মেঝে পরিষ্কার (Floor Cleaning) রাখার জন্য বারবার জল দিয়ে মুছতে থাকে। এর ফলে সর্বদা যে মেঝে পরিষ্কার থাকে তা কিন্তু নয়। বারংবার একই জায়গায় জল ব্যবহার করতে করতে জায়গাটি স্লিপ হয়ে যেতে পারে। যার ফলে বাচ্চারা খেলার সময় বা দৌড়াদৌড়ি করার সময় পড়ে যেতে পারে। তাই খুব বেশি মপিং এর ওপর নজর না দিয়ে সঠিক উপায়ে এবং সঠিক উপাদান দিয়ে মেঝে পরিষ্কার রাখলে তা কার্যকারী হয়।

পুরনো ময়লা কাপড় দিয়ে ঘর মোছা

অনেক বাড়িতে আমাদের ফেলে দেওয়া কাপড়-জামা দিয়ে ঘর পরিষ্কার করা হয়। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে ওই ফেলে দেওয়া কাপড়টির মধ্যে কতটা ধুলো-ময়লা জমে আছে। সেই ধুলো-ময়লা জমা কাপড় দিয়েই যদি মেঝে পরিষ্কার করা হয়। তবে সেই মেঝেতে উল্টে আরও বেশি করে নোংরা জমতে শুরু করবে। তাই কখনোই পুরনো নোংরা কাপড় জামা দিয়ে নয় বরং পরিষ্কার কোন সুতির কাপড় বা মপ ব্যবহার করতে পারেন।

মেঝে পরিষ্কারের ক্লিনার (Floor Cleaning)

বর্তমানে মানুষ ঝাঁ চকচকে জিনিসের প্রতি বেশি আকর্ষিত হয়। তাই টেলিভিশনে যেকোনো কেমিক্যাল প্রোডাক্টেরই খুব সুন্দরভাবে বিজ্ঞাপন দেখানো হলে সাধারণ মানুষ সেই বিজ্ঞাপনের পেছনে ছুটে। যার ফলে কোনরকম সত্যতা যাচাই না করেই যখন তখন যে কোন প্রকার প্রোডাক্ট ব্যবহার করে থাকে। বিজ্ঞাপনে হরেক রকমের মেঝে পরিষ্কারের ক্লিনার দেখানো হয়। কিন্তু যে কোন একটি ক্লিনার দিয়ে পরিষ্কার করলেই যে তা ভালো হয় সেটি একদমই ভুল ধারণা। আপনাকে সঠিক ক্লিনার বাছাই করতে হবে। মেঝেতে কোন দাগ পরিষ্কার করতে গেলে সেই দাগের জন্য আলাদা ক্লিনার পাওয়া যায়। মেঝেতে ধুলোবালি নোংরা অথবা ব্যাকটেরিয়া পরিষ্কার করতে গেলে তার জন্য আলাদা ক্লিনার পাওয়া যায়।

আরো পড়ুন: রান্না ঘরে থাকা এই সামান্য সবজিটি দিয়েই পুজোর আগে পেয়ে যান ট্যান মুক্ত ফর্সা ত্বক

মেঝে পরিস্কার (Floor Cleaning) রাখার কিছু ঘরোয়া পদ্ধতি

Exit mobile version